অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। অধিনায়ক হিসেবে এক বর্ষপঞ্জিতে টেস্টে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়লেন ইংল্যান্ডের জো রুট। এতে ভেঙে গেছে ২০০৮ সালে করা দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের রেকর্ড ।
২০০৮ সালে অধিনায়ক হিসেবে এক বছরে ১৫ ম্যাচে ১৬৫৬ রান করেন স্মিথ। আর এ বছর অধিনায়ক হিসেবে ১৫ ম্যাচে এখন পর্যন্ত ১৬৮০ রান করেছেন রুট।
রবিবার মেলবোর্নে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন ৫০ রান করেন রুট। এই ইনিংস খেলার পথে এক বর্ষপঞ্জিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন রুট। এতে ভাঙল স্মিথের ১৩ বছর আগে গড়া রেকর্ডটি।
তবে সব ক্রিকেটার মিলে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড করেছেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। ২০০৬ সালে ১১ ম্যাচে ১৭৮৮ রান করেছিলেন ইউসুফ।
ইউসুফের বিশ্ব রেকর্ড ভাঙার সুযোগ এখনো আছে রুটের। এ জন্য মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করতে হবে রুটকে।
তবে ৩১ রান করলে ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসের রেকর্ড ভাঙবেন রুট। ১৯৭৬ সালে ১১ টেস্টে ১৭১০ রান করেছিলেন রিচার্ডস।
বর্তমানে এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয়স্থানে আছেন ক্যারিবীয় কিংবদন্তি।