অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রে ইলিংওয়ার্থ আর নেই। ৮৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি।
১৯৭০-৭১ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে টেস্ট সিরিজ জয়ে ইংলিশদের নেতৃত্বে ছিলেন ইলিংওয়ার্থ। খাদ্যনালীর ক্যানসারের জন্য রেডিওথেরাপি চলছিল তার।
ইলিংওয়ার্থ ইংল্যান্ডের হয়ে ১৯৫৮ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ৬১ টেস্ট খেলেছেন। ২৩.২৪ গড়ে করেছেন ১৮৩৬ রান, উইকেট ১২২টি।
ইংল্যান্ডকে ৩১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি, জয় ১২টিতে। তিনি ইয়র্কশায়ারকে ১৯৬৬ সাল থেকে পরপর তিনটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ উপহার দেন।