অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। সাম্প্রতিককালে বিদেশের মাটিতে ভারতের টেস্ট দলের পারফরম্যান্স দারুণ। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির অনুপস্থিতিতে ২-১ ফলে সিরিজ জিতেছিল ভারত।
দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ডিন এলগারও সে কথা জানেন। তবে দেশের মাটিতে তারাও যে ভারতের থেকে এগিয়ে থাকবেন সে কথাটাও আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন দিলেন।
২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্সআপ ভারতের বিপক্ষে লড়াইটা যে কঠিন হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
বক্সিং ডেতে সেঞ্চুরিয়নে টেস্ট শুরুর আগে এলগার বললেন, ‘দুই দলের ক্ষমতাই প্রায় সমান সমান। তবে ঘরের মাটিতে আমরা খেলছি সে কারণে ভারতের থেকে আমরা এগিয়ে থাকব। ওরা বিশ্বের এক নম্বর দল। আমরা সেইদিকে এখন কোনো লক্ষ্য দিচ্ছি না। বেশ কিছুদিন হলো ওরা এক নম্বরে রয়েছে। ’
ডিন এলগার আরো জানান, ‘শুধুমাত্র ভারতকে ক্রেডিট দিলে তো হবে না। আমাদের নিজেদের কাজটা করতে হবে। তবে এই সিরিজে নিজেদের ঘরের মাঠে খেলার ফলে আমরা অনেকটাই এগিয়ে থাকব। ’
এলগার আরো বলেন, ‘ওদের এই মুহূর্তে সব থেকে বড় শক্তি হল ওদের বোলিং। এই বোলিং ইউনিট ওদের অনেক সাফল্য এনে দিয়েছে। অনেক অভিজ্ঞ বোলার রয়েছে, যারা এই অ্যাটাককে নেতৃত্ব দেবে।
ওদের ব্যাক আপ বোলাররা ও ভালো। আমি নিশ্চিত দক্ষিণ আফ্রিকার পরিবেশকে ওরা নিশ্চয় ব্যবহার করবে ভালোভাবে। তবে বিশ্বের অন্য দেশের থেকে এখানকার উইকেটে মুভমেন্ট অনেকটাই বেশি থাকবে। ’