অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। ফের করেনোর হানা ক্রীড়াঙ্গনে। এবার বাতিল হলো যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মধ্যেকার ওয়ানডে ম্যাচ।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রবিবার মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের। কিন্তু একজন আম্পায়ার করোনায় আক্রান্ত হওয়ায় ফ্লোরিডার ম্যাচটি বাতিল করা হয়েছে।
একজন আক্রান্ত হওয়ায় চার আম্পায়ারের কেউই প্রথম ওয়ানডেতে মাঠে থাকতে পারবেন না। যদিও বাকি তিনজনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
যুক্তরাষ্ট্র ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে আপাতত আগের সূচিতেই আয়োজনের পরিকল্পনা তাদের। ২৮ ও ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ম্যাচ দুটি।
ওয়ানডে সিরিজের আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে দুই দল। একটি করে ম্যাচ জিতেছে উভয় দল।
সাম্প্রতিক সময়ে করোনার হানায় ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচ স্থগিত হয়েছে। ক্রিকেটে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সূচিতে কাটছাঁট করা হয়েছে। পিছিয়ে গেছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ।