অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় বীর নেলসন ম্যান্ডেলাকে বন্দী রাখা প্রিজন সেলের চাবি নিলামে তোলার পরিকল্পনা করা হয়েছে। শুক্রবার এ পরিকল্পনার কঠোর নিন্দা জানিয়েছে দেশটি।
এএফপি জানায়, রোব্বান দ্বীপে অবস্থিত এ সেলের চাবি ব্রিটিশ নিলামঘর গুয়ার্নসিতে ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য নিলামের প্রধান আকর্ষণ।
ক্রীড়া, কলা ও সাংস্কৃতিক মন্ত্রী নাথি মথাথওয়া বলেন, দক্ষিণ আফ্রিকার সরকার ও রোব্বান দ্বীপ জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে কোন ধরনের আলোচনা ছাড়াই চাবিটি নিলামের জন্য বিবেচনা রহস্যজনক।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ম্যান্ডেলার সাবেক প্রিজন গার্ড ক্রিসতো ব্র্যান্ড হচ্ছেন এ চাবির বিক্রেতা।
মথাথওয়া বলেন, রোব্বান দ্বীপ জাদুঘর দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সেবার আওতায় এ চাবির মালিক দক্ষিণ আফ্রিকার জনগণ। কোন ব্যক্তি এককভাবে এ চাবির মালিক হতে পারে না। চাবিটিকে অবশ্যই দ্রুত এর আসল মালিকদের হাতে ফেরত দিতে হবে।
বিশ্বের জাতিবিদ্বেষ বিরোধী অন্যতম নেতা ম্যান্ডেলা ২০১৩ সালের ডিসেম্বরে ৯৫ বছর বয়সে মারা যান।
তিনি ১৯৯৪ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং ১৯৯৯ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন।