অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। বড়দিনকে সামনে রেখে শুক্রবার(২৪ ডিসেম্বর) এক কনসার্টে বৃটিশ রাজবধূ, প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন নিজের পিয়ানো বাজানোর দক্ষতা প্রদর্শন করে রীতিমত তাক লাগিয়েছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) বিবিসি-র এক প্রতিবেদনে এর মাধ্যমে এ তথ্য জানা যায়।কনসার্ট চলাকালে ডাচেস অব ক্যামব্রিজ খ্যাত কেট মিডলটন স্কটিশ সংগীত শিল্পী টম ওয়াকারের সঙ্গে যোগ দিয়ে একটি গানে অংশ নেন।
৩৯ বছর বয়সী কেট নিজেই বড়দিন উপলক্ষে ওই কনসার্টের আয়োজন করেন। এতে আরও অংশ নিয়েছেন বিখ্যাত সংগীত শিল্পী লিওনা লুইস ও এলি গোল্ডিং।
সুন্দর এই মুহূর্ত যুক্তরাজ্যের টেলিভিশনে সম্প্রচার হয়েছে। টাউন অ্যান্ড কান্ট্রি ম্যাগাজিন জানিয়েছে, তাদের ডুয়েট পারফর্মটি ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রেকর্ড করা হয়েছে।
ব্রিটিশ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই এই আয়োজন করা হয়। যারা নীরবে সংগ্রাম করে যাচ্ছেন কনসার্টের সূচনা বক্তব্যে তাদের স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন কেট।
তিনি বলেন, আমরা খুব খারাপ সময় পার করছি। পাশাপাশি আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। করোনা মহামারিতে আমরা অনেক ভালোবাসার মানুষকে হারিয়েছি।
যারা সম্মুখ সারির সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তারা অনেক চাপে আছেন। তিনি আরও বলেন, এই সময়ে আমাদের সামাজিক দূরত্ব মানতে হচ্ছে, থাকতে হচ্ছে আইসোলেশনে।
ডাচেস অব ক্যামব্রিজ বলেন, একে অপরকে কতটা প্রয়োজন সেটা আমরা বুঝতে পারছি। দয়া ও ভালোবাসাই আমাদের জীবনে স্বস্তি ও মুক্তি বয়ে আনতে পারে। দূর হতে পারে হতাশা।