অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। শনিবার বড়দিনের সকালেই গুলির লড়াইতে উত্তপ্ত ভূস্বর্গ। জওয়ানদের গুলিতে নিহত হয়েছে দুই সন্ত্রাসবাদী। সংবাদসংস্থা সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
শনিবার সকালে শোপিয়ান জেলার চউগাম এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে সন্ত্রাসবাদীদের ডেরায় অভিযান শুরু করে সেনাবাহিনী।শুরু হয় গুলির লড়াই। টানা কিছুটা সময় ধরে চলে গুলির লড়াই।এরপর জওয়ানদের গুলিতে নিহত হয় দুই সন্ত্রাসবাদী।
কাশ্মীর পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গিরা কোনও সংগঠনের সদস্য তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, নিহতদের হিজবুল সদস্য হওয়ার খবর মিলেছে। উল্লেখ্য এর আগে গত বুধবার জোড়া জঙ্গি হামলা হয় উপত্যকায়। প্রাণ হারান দুই পুলিশ কর্মী। জখম হন ১২জন।এরপর থেকেই কাশ্মীরে আরও জোরদার হয় সন্ত্রাসবাদীদের দমনের প্রক্রিয়া।
চলতি বছরের জুন মাসেই জুন মাসেই কাশ্মীরে লস্করের কমান্ডার নাদিম আবরার-সহ দুই সন্ত্রাসবাদী নিহত হয় সেনাবাহিনীর গুলিতে। সব মিলিয়ে কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর ভারতীয় সেনাবাহিনী। তারজন্যই এইভাবে চলছে অভিযান বলে সেনা সূত্রের খবর।