Crashed: মিগ-২১ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট উইং কমান্ডার হারশিত সিনহা নিহত

অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। ভারতে মিগ-২১ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশটির রাজস্থান রাজ্যের জয়সলমীরের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

এ ঘটনায় যুদ্ধবিমানটির পাইলট উইং কমান্ডার হারশিত সিনহা নিহত হয়েছেন।

 

ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানের জয়সলমীরের ওয়েস্টার্ন সেক্টরে মিগ-২১ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এ বিষয়ে জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিমান বাহিনী নিহত পাইলট উইং কমান্ডার হারশিত সিনহার পরিবারের পাশে আছে টুইটে জানানো হয়েছে।

 

ভারতে এখন পর্যন্ত প্রায় ৪০০ মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গত ৬ দশকে অন্তত ২০০ পাইলট নিহত হয়েছেন। ভারতের এই মিগ-২১ যুদ্ধবিমানকে ‘ফ্লাইং কফিন’ (উড়ন্ত কফিন) ও ‘উইডো মেকার’ (বিধবা বানানোর মেশিন) হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে।

 

শুক্রবার বিধ্বস্ত হওয়া বাইসন হচ্ছে মিগ-২১ সিরিজের সর্বাধুনিক বিমান। মিগ-২১ বাইসন এয়ারক্রাফটের চারটি স্কোয়াড্রন পরিচালনা করে ভারতীয় বিমান বাহিনী। একটি স্কোয়াড্রনে অন্তত ১৬-১৮টি যুদ্ধবিমান থাকে। ১৯৬৩ সালে প্রথম সিঙ্গেল ইঞ্জিনের মিগ যুদ্ধবিমান হাতে পায় ভারত।

 

অবশ্য এসব মিগ যুদ্ধবিমানকে ঘিরে বার বারই নানা প্রশ্ন উঠেছে। কেন বার বার বিধ্বস্তের ঘটনা ঘটছে এই মিগ বিমান তা নিয়েও বড় প্রশ্ন উঠছে। তবে এদিনের ঘটনা সেই প্রশ্নকেই আরও একবার জোরালো ভাবে সামনে আনলো। মিগ বিমানের নিরাপত্তা কতটা রয়েছে তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

 

১৯৬৩ সালে প্রথম সিঙ্গেল ইঞ্জিনের মিগ যুদ্ধবিমান হাতে পেয়েছিল ভারতীয় বিমান বাহিনী। তবে এই মিগ বিমানকে ঘিরে বার বারই নানা প্রশ্ন উঠেছে। শুক্রবারের ঘটনাসহ চলতি বছরে এ নিয়ে ৫টি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো।

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?