স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ ডিসেম্বর।। নেশামুক্ত হতে কোন সংশোধনাগারে যেতে হয়না। মায়েদের প্রচেষ্টা থাকলে ছেলেমেয়েদের নেশা থেকে দূরে রাখা যায়। আজ আগরতলা প্রান্তিক ক্লাবের ৫ দিনব্যাপী প্রান্তিক উৎসব-২০২১’র উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ কথাগুলি বলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, পূর্বোদয়া সমাজিক সংস্থার সম্পাদক নিতি দেব সহ অন্যান্যগণ।
প্রান্তিক উৎসব-২০২১’র উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শ্রীদেব আরও বলেন, নেশা পরিবার ও সমাজকে ধ্বংস করছে। যুব সমাজকে এই সর্বনাশা পথ থেকে মুক্ত রাখতে পারেন মহিলারা। মহিলারা পারেন নেশামুক্ত সমাজ গড়তে। তিনি বলেন, নেশার হাত থেকে বাঁচতে হলে ড্রাগসের চেইন নষ্ট করতে হবে এর উৎস ধ্বংস করতে হবে।
এই কাজে তিনি ক্লাব ও মহিলাদের সহায়তা কামনা করেন। এই কাজে মহিলাদের পাশাপাশি ক্লাবগুলিকেও অগ্রণী ভূমিকা নিতে হবে। সুস্থ পরিবার ও সুন্দর পরিবার গঠন করতে হলে নেশামুক্ত পরিবার গঠন করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, সমাজকে সুস্থ মানসিকতায় উদ্বুদ্ধ করতে শিশুদের প্রতিভারও বিকাশ ঘটাতে হবে।
এই কাজেও ক্লাবগুলিকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রান্তিক ক্লাব সহ বনমালীপুর এলাকার ৭টি ক্লাবকে আগামী ১ বছরের মধ্যে নেশামুক্ত এলাকা গড়ে তুলতে আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যের উন্নয়ন সঠিক গতিতে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, পরিবর্তনের ত্রিপুরায় যে গতিতে উন্নয়ন কাজ এগিয়ে চলছে তাতে রাজ্যের জনগণের রোজগার বেড়েছে। আত্মনির্ভর হয়ে উঠছে ত্রিপুরা। তিনি ক্লাব ও সংস্থাগুলিকে আরও বেশী করে রক্তদান শিবিরের আয়োজন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রান্তিক ক্লাবের সভাপতি ডা. প্রদীপ ভৌমিক। সভাপতিত্ব করেন ক্লাবের সহ সভাপতি কল্পনা ভৌমিক। প্রান্তিক মেলা-২০২১ উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে ১৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন।