অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। ঘের থেকে নয়টি নেকড়ে পালিয়ে যাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ ফ্রান্সের একটি চিড়িয়াখানা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
বিবিসি জানায়, দক্ষিণ ফ্রান্সের ট্রাওস ভালেস জু’তে গত সপ্তাহান্তে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
প্রাণীগুলো খাঁচার নিরাপত্তা বেষ্টনী ধ্বংস করে বেড়া বেয়ে খোলা জায়গায় চলে আসে, তবে চিড়িয়াখানা থেকে বাইরে যেতে পারেনি।
‘বিপজ্জনক আচরণের’ জন্য চারটি নেকড়েকে গুলি করে মারা হয় বলে স্থানীয় কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান। বাকি পাঁচটিকে চেতনানাশক ব্যবহারের পর ঘেরে ফিরিয়ে নেওয়া হয়।
জানা যায়, নেকড়েগুলো পালানোর সময় চিড়িয়াখানায় খুব বেশি মানুষ ছিল না, কেউ তাৎক্ষণিকভাবে বিপদে পড়েনি।
তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ না কাটা পর্যন্ত চিড়িয়াখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
চিড়িয়াখানার ওয়েবসাইটে বলা হয়, ‘জরুরি কাজে’ জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকবে।
৬০ হেক্টরের বেশি জায়গা নিয়ে তৈরি এই চিড়িয়াখানায় ছয় শতাধিক প্রাণী রয়েছে। আছে সিংহ, বানর ও ফ্লেমিংগো। নেকড়েগুলো সম্প্রতি আনা হয়েছিল।
এর আগে গত অক্টোবরে প্রাণী কল্যাণ ও কর্মীদের নিরাপত্তার উদ্বেগ থেকে চিড়িয়াখানাটি বন্ধ করে দেয় ফ্রান্সের ইকোলজিক্যাল ট্রানজিশন মন্ত্রণালয়। পরে আদালতের রায়ে খুলে দেওয়া হয়।