অনলাইন ডেস্ক, ২৪ ডিসেম্বর।। প্রথম ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ বিজয়ী বলিউড তারকা সুস্মিতা সেনের বয়স ৪৬ হয়ে গেলেও বিয়ের পিঁড়িতে বসেননি। বিয়ে না করলেও তার একাধিক প্রেমের কথা শোনা যায়। গত কয়েক বছর ধরে তিনি প্রেম করছিলেন রহমান শোল নামের এক যুবকের সঙ্গে। যিনি সুস্মিতার চেয়ে বয়সে ১৫ বছরের ছোট।
সর্বশেষ খবর অনুযায়ী, রহমানের সঙ্গে সুস্মিতার প্রেম ভেঙে গেছে। এত দিন তারা একসঙ্গে বসবাস করেছিলেন। তবে এখন থাকেন আলাদা। সুস্মিতার বাড়ি ছেড়ে এক বন্ধুর বাড়িতে উঠেছেন রহমান। এমনটাই জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র।
সম্পর্কের শুরু থেকেই সুস্মিতা ও তার দুই মেয়ের সঙ্গে তাদের বাড়িতে থাকতেন রহমান। বিভিন্ন সময় একসঙ্গে তোলা ঘনিষ্ঠ ছবিও শেয়ার করতেন দু’জন। শোনা যায়, বিয়ের পরিকল্পনাও করেছিলেন সুস্মিতা-রহমান। কিন্তু সবই যেন ওলট-পালট হয়ে গেল।
জানা যায়, ইনস্টাগ্রামে রহমানের সঙ্গে পরিচয় হয়েছিল সুস্মিতার। ক্ষুদে বার্তায় আলাপ শুরু। এরপর সেটা গড়ায় প্রেমে। কিন্তু ঠিক কী কারণে সম্পর্কটা ভেঙে গেছে, তা এখনো জানা যায়নি।