অনলাইন ডেস্ক, ২৪ ডিসেম্বর।। ২২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন–হে মুক্তি পাচ্ছেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুন জে–ইন ঘোষিত বিশেষ ক্ষমার আওতায় তিনি কারামুক্ত হচ্ছেন। বিবিসি জানায়, অসুস্থতাজনিত কারণে মুক্তি পাচ্ছেন পার্ক। তিনি কাঁধে ও পিঠের অসুস্থতায় ভুগছিলেন।
এ জন্য তাকে তিনবার হাসপাতালে ভর্তি হতে হয়। দুর্নীতির দায়ে ২০১৮ সাল থেকে সাজা ভোগ করছিলেন ৬৯ বছর বয়সী পার্ক। স্থানীয় সময় শুক্রবার তাকে ক্ষমা করার ঘোষণা দেওয়া হয়েছে।
২০১৭ সালে প্রেসিডেন্ট পার্ক গিউন–হেকে পার্লামেন্টে অভিশংসন করা হয়। এটাই ছিল দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো রাষ্ট্রপ্রধানকে দায়িত্ব ছাড়তে বাধ্য করার প্রথম ঘটনা। এরপর ২০১৮ সালে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হন পার্ক গিউন–হে। ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে।
স্থানীয় সংবাদমাধ্যম ইয়নহাপের প্রতিবেদন থেকে জানা গেছে, নববর্ষ উপলক্ষে বেশ কয়েকজন কারাবন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন বর্তমান প্রেসিডেন্ট মুন জে–ইন। পার্কের বিরুদ্ধে ১৮টি অভিযোগ দায়ের করা হয়েছিল।
এর মধ্যে ১৬টিতে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। অভিযোগগুলোর বেশির ভাগই ঘুষ লেনদেন ও ক্ষমতার অপব্যবহার–সংক্রান্ত। দীর্ঘদিনের বন্ধুর কাছে প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ নথি ফাঁস করার অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়েছিল তাকে। তবে সাবেক এ প্রেসিডেন্ট বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হ্যান মেয়ং সুককেও নির্দোষ ঘোষণা করা হয়েছে। ঘুষ লেনদেনের দায়ে ২০১৫-১৭ সাল পর্যন্ত দুই বছর জেল খেটেছেন তিনি।