অনলাইন ডেস্ক, ২৪ ডিসেম্বর।। প্রেমের দায়ে উলটো করে ঝুলিয়ে দেওয়া হল এক যুবককে৷ সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে ঝাড়খণ্ড পুলিশ হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছে৷
ভিডিয়োতে দেখা যাচ্ছে উত্তেজিত জনতা ওই মুসলিম যুবককে একটি গাছ থেকে উল্টো ভাবে ঝোলা অবস্থায় মারধর করছে৷ ওই যুবকের সঙ্গে একই সম্প্রদায়ের একটি মেয়ের প্রণয়ের সম্পর্ক ছিল বলে অভিযোগ৷ প্রথমে গুজব ওঠে, মেয়েটি হিন্দু সম্প্রদায়ের৷ পরে সূত্র মারফত জানা গিয়েছে, ওই মেয়েটি আনসারি মুসলিম৷
পুলিশ জানিয়েছে যে ঘটনাটি গত সপ্তাহে ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ জেলার লেসলিগঞ্জ পুলিশ সীমানার কারমা গ্রামে ঘটেছে। লেসলিগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর গৌতম কুমার বলেছেন, গতকাল (বুধবার) ভিডিয়োটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমি ভিকটিমের বাড়িতে গিয়েছিলাম এবং তাকে রেকর্ড করার জন্য থানায় নিয়ে এসেছি। তার লিখিত অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে৷ অপরাধীদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং শীঘ্রই গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে৷ নির্যাতিত খুস্তর আনসারি ঝাপার গ্রামের বাসিন্দা। অফিসার জানাচ্ছেন, তিনি এখন ভালো অবস্থায় আছেন। আঘাতগুলি সামান্য হলেও আমরা তাকে চেকআপের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলাম৷
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যে একটি মব লিঞ্চিং বিরোধী আইন পাস হয়েছে৷ তারপর এটি প্রথম এ ধরনের ঘটনা৷ বিধানসভায় বিলটি পাস হওয়ার পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছিলেন যে তার সরকার রাজ্যে প্রতিটি সম্প্রদায় যাতে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে, তা নিশ্চিত করার জন্য এই আইন এনেছে।