অনলাইন ডেস্ক, ২৪ ডিসেম্বর।। বদলা নেওয়া হলো না গল গ্ল্যাডিয়েটর্সের। বরং ইতিহাসের পুনরাবৃত্তির সঙ্গে মধুর প্রতিশোধ নিল জাফনা কিংস। লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে গলকে হারিয়ে শিরোপা ধরে রাখল দলটি।
গতবার এলপিএলের উদ্বোধনী আসরের ফাইনালে গল গ্ল্যাডিয়েটর্সকে ৫৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা।
এবার সেই গলকেই ২৩ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো লিগের শিরোপা ঘরে তুলল তারা।
প্রথম কোয়ালিফায়ারে গল গ্যাডিয়েটর্সের কাছে হারতে হয়েছিল জাফনাকে। লিগের দুই ম্যাচেও জাফনাকে পরাজিত করে গল। একমাত্র গ্ল্যাডিয়েটর্সের কাছেই টুর্নামেন্টের হার মানে কিংস, বাকি সব ম্যাচ জেতে তারা।
তবে ফাইনালে বাজিমাত করল জাফনা। চলতি মৌসুমে টানা তিনবার গলের কাছে হারার পর সেই দলকে হারিয়েই শিরোপা জিতে নিল। তাই এই জয় তাদের কাছে মধুর প্রতিশোধ হিসেবে বিবেচিত হবে নিশ্চিত।
হাম্বানটোটায় অনুষ্ঠিত ফাইনালে টস জিতে জাফনা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে তারা ৩ উইকেটের বিনিময়ে ২০১ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
দ্বিতীয় কোয়ালিফায়ারে শতরান করা আভিশকা ফার্নান্দো ফাইনালেও ফিফটি করেন। ৮ চার ও ২ ছক্কার সাহায্যে ৪১ বলে ৬৩ রান করে আউট হন আভিশকা।
রহমানুল্লাহ গুরবাজ করেন ১৮ বলে ৩৫ রান। টম কোহলার-ক্যাডমোর ৪১ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। শোয়েব মালিক ১১ বলে ২৩ রানের কার্যকরী ইনিংস খেলেন। অধিনায়ক থিসারা পেরেরা ৯ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। গলের পক্ষে মোহাম্মদ আমির, নুয়ান তুষারা ও সুমিত প্যাটেল ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে গল ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭৮ রানে আটকে যায়। দানুষ্কা গুনাথিলাকা মাত্র ২১ বলে ৫৪ রানের ইনিংস উপহার দেন। কুশল মেন্ডিস খেলেন ২৮ বলে ৩৯ রানের ইনিংস। সুমিত প্যাটেল ২০ বলে ২২ রান করেন। আর কেউ বলার মতো রান করতে পারেননি। তাই হারতে হয় গলকে।
জাফনার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চতুরঙ্গ ডি সিলভা ২টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন আভিশকা। ৩১২ রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন তিনি।