অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১৩৯ কোটি ৭০লক্ষ টিকা দেওয়া হয়েছে।
ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে ৭৮হাজার ২শো ৯১জন।মোট সংক্রমিতের ১ শতাংশের কম মাত্র ০.২৩% এখন চিকিৎসাধীন, ২০২০র মার্চের পর যা সর্বনিম্ন ।
বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার ৯৮.৪%, ২০২০র মার্চের পর যা সর্বোচ্চ।
গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৬হাজার ৯৬০ জন। সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ৮হাজার ৯২৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭,৪৯৫ জন।
দৈনিক সংক্রমিতের হার গত ৮০ দিন ধরে ২ শতাংশের কম, আজ এই হার ০.৬২%। সাপ্তাহিক সংক্রমিতের হার ৩৯ দিন ধরে ১ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ০.৫৯%।
মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৬কোটি ৮৬লক্ষ।
দেশজুড়ে ২৩৬ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছিল।
এর মধ্যে ১০৪ জন সংক্রমিত ব্যক্তি সুস্থ হয়ে গেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গে ১ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছিল। তবে পরে সেই সংক্রমিত ব্যক্তি সুস্থ হয়ে গেছে।