স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৩ ডিসেম্বর।।
বন্য দাঁতাল হাতির তাণ্ডব থেকে পরিত্রান পেতে এবার ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া থানাধীন বেশ কয়েকটি গ্রামের মানুষজনরা তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের সামনে আসাম আগরতলা জাতীয় সড়ক সহ তেলিয়ামুড়া উত্তর মহারানী সড়কের অফিস টিলা এলাকায়ও সড়ক অবরোধে বসলো বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ।
জাতীয় সড়ক অবরোধকারীদের সহ অফিস টিলা এলাকার সড়ক অবরোধকারীদের দাবী বনদপ্তর অতিসত্বর এই সমস্যার সমাধান করতে হবে নতুবা অবরোধ চলবে।
উল্লেখ থাকে, চলতি মাসের গত ৯ই ডিসেম্বর থেকে বর্তমান সময় কাল অব্দি মহারানী পুর কপালীটিলা, কর্মকার টিলা, অফিস টিলা, জুম বাড়ি, ভূমিহীন টিলা, উত্তর কৃষ্ণপুর, চাকমা ঘাট, মধ্য কৃষ্ণপুর, চামপ্লাই সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্য দাঁতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ এলাকার মানুষজনরা। খেয়ে বেঁচে থাকার তাগিদে বৃহস্পতিবার গ্রামবাসীরা সম্মিলিত ভাবে দুইটি স্থানে অবরোধে বসে।
অবরোধকারীদের মূল দাবী ঘটনাস্থলে রাজ্যের বনমন্ত্রী এসে প্রতিশ্রুতি দিতে হবে তবেই অবরোধ প্রত্যাহার করা হবে নতুবা অবরোধ জারি থাকবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া, তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ, তেলিয়ামুড়া মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাস, মহাকুমা প্রশাসনের ডিসিএম প্রদীপ দেববর্মা সহ অন্যান্যরা।
প্রশাসনের আধিকারিকরা অবরোধকারী দের সাথে দফায় দফায় আলোচনা করেও ব্যর্থ হয় প্রশাসনের আধিকারিকরা। তবে সংবাদ লেখা অব্দি দুটি স্থানে অবরোধকারীরা জোর কদমে অবরোধ চালিয়ে যাচ্ছে। এদিকে এই অবরোধের ফলে বহি রাজ্য থেকে আগত পণ্যবাহী লরি সহ বিভিন্ন যানবাহন চলাচল আটকে পড়ে।