স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ ডিসেম্বর।। আজ লেম্বুছড়াস্থিত কৃষি কলেজের অডিটোরিয়াম হলে রাষ্ট্রীয় কিষাণ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণধন দাস। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষকদের বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগিয়ে কৃষিকাজ করার জন্য উৎসাহিত করেন।
তিনি কৃষকদের কৃষিবীমা করার জন্য পরামর্শ দেন। তিন বছর পর পর মাটির উর্বরতা পরীক্ষা করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে।
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন লেম্বুছড়াস্থিত ফিসারি কলেজের ডিন প্রফেসর রতন কুমার সাহা, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত। স্বাগত ভাষণ রাখেন কৃষি কলেজের অধ্যক্ষ ড. টি কে মাইতি। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক দেবাশিস সেন।
অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে ২০০ জন কৃষক অংশগ্রহণ করেন। ৫ জন অনুষ্ঠানে কৃষিক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সফল ১২ জন কৃষককে সংবর্ধনা দেওয়া হয়।