স্টাফ রিপোর্টার, অমরপুর, ২৩ ডিসেম্বর।।
তীর্থমুখ পৌষ সংক্রান্তি মেলাকে সার্থক রূপ দেওয়ার আজ তীর্থমুখ মেলা প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক বুর্বামোহন ত্রিপুরা ও রামপদ জমাতিয়া, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য ডলি রিয়াৎ, করবুক ব্লকের ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অসীম ত্রিপুরা, গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ কুমার পাল, করবুক মহকুমার মহকুমা শাসক এল ডার্লং, করবুক ব্লকের বিডিও ডেভিড হালাম সহ জনজাতি সমাজের সমাজপতি এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৩ জানুয়ারি তীর্থমুখ মকর সংক্রান্তি মেলার উদ্বোধন হবে। মেলা চলবে দুইদিন। প্রতিবছরের ন্যায় তর্পণ, অস্থি বিসর্জন, গঙ্গা পূজা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান রীতিনীতি মোতাবেক চলবে।
মেলায় আগত পুণ্যার্থীদের রাত্রি যাপনের জন্য মেলা প্রাঙ্গণের আশেপাশে অস্থায়ী বিশ্রামগার গড়ে তোলা হবে। থাকবে পানীয়জল ও শৌচাগারের ব্যবস্থা। মেলায় নজর রাখার জন্য জায়গায় জায়গায় সিসি টিভিও বসানো হবে।
এছাড়াও দুইদিন ব্যাপী এই মেলায় দর্শকদের মনোরঞ্জনের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক মেলার মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। সরকারি বিভিন্ন দপ্তরের প্রদর্শনী মন্ডপও খোলা হবে। জনজাতি সমাজের জন্য থাকবে তাদের নিজস্ব কৃষ্টি বহনকারী গাইরিং বা টং ঘর।
এবছর মেলায় ৪০০ এর বেশি দোকানীরা তাঁদের পসরা নিয়ে যাতে বসতে পারে সেভাবে অস্থায়ী স্টল নির্মাণ করা হবে। দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিধায়ক রামপদ জমাতিয়া সকলের সহযোগিতা কামনা করেন।