স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৩ ডিসেম্বর।। বড়দিন তথা যীশুখ্রিস্টের জন্ম দিবস উপলক্ষে গরীব দুঃস্থ উপজাতি জনগণের মধ্যে কম্বল সহ বিভিন্ন বস্ত্র বিতরণ করা হয় বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামি ব্লকের আঠারমুড়া এডিসি ভিলেজের বিলাইখাং এলাকায়। এদিনের এই কম্বল বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত করেন আগরতলা অক্সিলিয়াম গার্লস স্কুলের পক্ষ থেকে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপেরিয়র সিস্টার মেরি স্টেলা, স্কুলের প্রিন্সিপাল সিস্টার আলবিরা, সহ মুঙ্গিয়াকামি ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা। এদিনের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দুস্থ গরিব জনজাতীয় অংশের মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন সুপেরিয়র সিস্টার মেরি স্টেলা, স্কুলের প্রিন্সিপাল সিস্টার আলবিরা ও ব্লকের ভাইস-চেয়ারম্যান বিকাশ দেববর্মা।
বিলাই খাং এলাকার জনজাতি অংশের মানুষদের মধ্যে 40 টি পরিবারকে কম্বল বিতরণ করা হয়। এ ব্যাপারে বলতে গিয়েঅক্সিলিয়াম গার্লস স্কুলের প্রিন্সিপাল সিস্টার আলভিরা বলেন দুস্ত গরীব মানুষদের জন্য কম্বল বিতরণ করতে পেরে অত্যন্ত খুশি।
এছাড়া ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা বলেন প্রচন্ড শীতের মধ্যে এলাকার জনজাতি অংশের মানুষদের নেই শীতের বস্ত্র, রাত কাটানোর জন্য নেই কম্বল। এই মহৎ কাজে হাত বাড়িয়ে যাওয়াতে অক্সিলিয়াম গার্লস স্কুলের সিস্টারদের কৃতজ্ঞতা জানান।