অনলাইন ডেস্ক, ২২ ডিসেম্বর|| এবার ধারাভাষ্য ক্যারিয়ার থেকেও অবসর নিলেন ডেভিড লয়েড। স্কাই স্পোর্টসের সঙ্গে ২২ বছরের সম্পর্কের ইতি টেনেছেন তিনি।
৭৪ বছর বয়সী ইংল্যান্ডের সাবেক এই কোচ স্কাই স্পোর্টসে যোগ দেন ১৯৯৯ সালে। পরিচিত মহলে তার ডাকনাম ‘বাম্বল’।
ধারাভাষ্য ক্যারিয়ার শুরুর আগে তিন বছর ইংলিশদের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
ধারাভাষ্য থেকে অবসরের প্রসঙ্গে লয়েড বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি মাইক্রোফোন তুলে রাখার এটি সেরা সময়। ’
খেলোয়াড়ি জীবনে এই বাঁহাতি ব্যাটার ও বাঁহাতি স্পিনার খেলেছেন ল্যাঙ্কাশায়ারের হয়ে। এছাড়া ইংল্যান্ডের হয়ে ১৯৭৩ থেকে ১৯৮০ সালের মধ্যে ৯টি টেস্ট ও ৮টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন লয়েড।
গত মাসে বিতর্কের মধ্যে পড়েন লয়েড। এশিয়ান খেলোয়াড়দের নিয়ে অপমানজনক মন্তব্য করার অভিযোগ ওঠায় ইয়র্কশায়ারের সাবেক অলরাউন্ডার আজিম রফিকের কাছে ক্ষমা চান তিনি।