অনলাইন ডেস্ক, ২২ ডিসেম্বর|| জফরা আর্চারের ডান কনুইয়ে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার হয়েছে। ফলে এই ইংলিশ পেসারের ক্রিকেটে ফেরা আরো দীর্ঘায়িত হচ্ছে। আসছে গ্রীষ্মের আগে তার আর মাঠে ফেরা হচ্ছে না।
১১ ডিসেম্বর আর্চারের অস্ত্রোপচার হয়েছে।
এর আগে মে-তে তার অস্ত্রোপচার হয়েছিল। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপে। নেই চলতি অ্যাশেজের দলেও।
নতুন করে অস্ত্রোপচার হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন বছরের মার্চেও খেলা হচ্ছে না আর্চারের। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষে এমনটাই জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, ক্রিকেটে কবে ওর কামব্যাক হবে তা সময়মতো বোঝা যাবে। তবে আর্চারকে ইংল্যান্ডের শীতকালীন সিরিজের জন্য আর এখন পাওয়া যাবে না।
ইংল্যান্ডের হয়ে ১৩ টেস্ট, ১৭ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলেছেন আর্চার। ইংলিশদের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি।