Governor: পুরভোট শেষ হতেই না হতেই সোজা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ছুটলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর

অনলাইন ডেস্ক, ২২ ডিসেম্বর।। বিজেপি ঘেঁষা বলে আগে থেকে বদনাম কুঁড়িয়েছেন তিনি। এবার পুরভোট শেষ হতেই না হতেই সোজা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ছুটলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার সকাল ৯টা নাগাদ দিল্লিতে অমিত শাহের বাড়িতে গিয়ে দেখা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন রাজ্যপাল। তবে কি বিষয়ে কথা হয়েছে সে সম্পর্কে কিছু জানাননি তিনি।

 

রাজ্যের শাসক দলের সঙ্গে কোনও দিনই রাজ্যপাল জগদীপ ধনকরে সম্পর্ক ভালো নয়। সকলেই জানে আদায় কাঁচ কলায় সম্পর্কই রয়েছে দুজনের মধ্যে। কেউ কাউকে ছেড়ে কথা বলতে ছাড়ে না। রাজ্যেই আইন শৃঙ্খলার অবনতি নিয়ে চিরকালই সরব হয়েছেন রাজ্যপাল। আর শাসকদলও তাঁকে কোণঠাসা করতে ছাড়েনি।

 

তবে পুরভোটের ফল  প্রকাশের পরের দিনই রাজ্যপালের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছুটে যাওয়াকে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলেই দেখছে রাজনৈতিক মহল।

 

পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বার বার সরব হয়েছে বিজেপি। রাজ্যপাল নিজেও কেন্দ্রীয় বাহিনীতেই সায় দিয়েছিলেন। তাও পুরভোটে কলকাতা ও রাজ্য পুলিশ দিয়েই সম্পন্ন হয়। কমিশন রিপোর্টে জানিয়ে দেয়, বাহিনীর কোনও প্রয়োজন নেই।

 

ভোটের দিনেও বিজেপি অভিযোগ তোলে কেন্দ্রীয় বাহিনী থাকলে এত অশান্তি হত না। ১৪৪ টি আসনে পুনর্নির্বাচনও জানায় তারা। কিন্তু শেষ পর্যন্ত ধোপে টেকেনি  কোনও অভিযোগ। পুনর্নির্বাচনের দাবি খারিজ করে দেয় কমিশন।

 

রাজ্যের সঙ্গে রাজ্যপালের মতান্তর কোনও নতুন বিষয় নয়। হাওড়া থেকে বালী পুরসভাকে বিচ্ছিন্ন করার জন্য প্রয়োজনীয় বিলে রাজ্যপাল সই না করার কারণেই হাওড়ার পুরভোট করানো সম্ভব হয়নি বলে অভিযোগ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ ‘মা’ ক্যান্টিনের অর্থ বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেও রাজ্যের জবাবদিহি তলব করেন রাজ্যপাল৷

 

sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?