অনলাইন ডেস্ক, ২২ ডিসেম্বর|| অ্যাশেজের প্রথম দুই টেস্ট হেরে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ান পেসারদের সামনে যেন ব্যাটিংটায় ভুলে গেছে ইংলিশরা।
এদিকে সফরকারীদের ওপর আরও চাপ বাড়াতে স্কোয়াডে আরেক পেসার অন্তর্ভুক্ত করেছে অজিরা। স্কট বোলান্দকে নিয়ে বক্সিং ডে টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকেরা।
রবিবার (২৬ ডিসেম্বর) থেকে মেলবোর্নে শুরু হচ্ছে পাঁচ ম্যাচ অ্যাশেজের তৃতীয় টেস্ট। বক্সিং ডে টেস্টের আগে পেসার মিচেল স্টার্কের ফিটনেস নিয়ে উদ্বিগ্নতা থাকায় বোলান্দ যোগ দিলেন অজি শিবিরে।
অস্ট্রেলিয়ার হয়ে ১৪ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বোলান্দ। এই গ্রীষ্ম মৌসুমে ভিক্টোরিয়ার হয়ে দুই ম্যাচে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ১৫ উইকেট নিয়েছেন তিনি। বক্সিং ডে টেস্টে একাদশে সুযোগ পেলে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হবে বোলান্দের।
স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্দ, অ্যালেক্স ক্যারি, ক্যামরুন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, ডেভিড ওয়ার্নার।