অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। যুক্তরাষ্ট্রে রীতিমতো দাবানলের মতো ছড়াচ্ছে করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। দেশটিতে গত সপ্তাহে শনাক্ত মোট রোগীর ৭৩ দশমিক ২০ শতাংশই ওমিক্রন আক্রান্ত ছিল বলে জানিয়েছে আলজাজিরা।
যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন শনিবার শেষ হওয়া সপ্তাহে ওমিক্রন সংক্রমণের উল্লম্ফনের এই তথ্য জানিয়েছে।
একই সময়ে প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য অরিগন, ওয়াশিংটন ও আইডাহো অঙ্গরাজ্যে শনাক্ত রোগীদের ৯৬ দশমিক ৩০ শতাংশই ছিল ওমিক্রন আক্রান্ত।
এদিকে ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪৩ হাজার ৫৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৬২৩ জন।
করোনায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগী প্রায় ৫ কোটি ২০ লাখ ৬০ হাজারে দাঁড়িয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ২৮ হাজার ৮৩৬ জন।
এদিকে, ক্রিসমাসের উৎসব ঘিরে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এমন পরিস্থিতিতে যতটুকু সম্ভব অনুষ্ঠান ও জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাটি।