অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্কের জেরে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার সিরিজের সবগুলো ম্যাচই হবে দর্শকশূন্য গ্যালারিতে।
দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে দর্শকশূন্য গ্যালারিতে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিরিজের জন্য কোনো টিকিট বিক্রি হবে না।
আগে ঠিক হয়েছিল, ২ হাজার দর্শক দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজে গ্যালারিতে থাকতে পারবে।
কিন্তু সংক্রমিতের সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই কোনো ঝুঁকি নিতে চাইছে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।
ওমিক্রনের কারণে সিরিজের সূচিতে আগেই কাটছাঁট করা হয়েছে। টি-টোয়েন্টি সিরিজ বাতিল করা হয়েছে। শুধু মাত্র তিন ম্যাচের টেস্ট ও সমান ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
সেঞ্চুরিয়নে রবিবার থেকে মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট।