Start up: রাজ্যে আইটি সেক্টরের উন্নয়নে আরও ৫টি স্টার্ট আপ-কে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ ডিসেম্বর|| রাজ্যে আইটি সেক্টর ক্রমশ বিকশিত হচ্ছে। এতে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। রাজ্যে আইটি সেক্টরের উন্নয়নে আরও ৫টি স্টার্ট আপ-কে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে ২০১৯ সালের ৩০ অক্টোবর রাজ্যের যুবকদের আইটি/আইটিইএস ক্ষেত্রে শিল্প স্থাপনে উৎসাহিত করতে রাজ্য সরকার ত্রিপুরা আইটি/আইটিইএস স্টার্ট আপ প্রকল্প চালু করেছে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনআইটি, টিআইটি, ইফাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ওয়েবিনারের আয়োজন করা হচ্ছে। স্থানীয় উদ্যোগী ও ন্যাসকমকেও এর সাথে যুক্ত করা হয়েছে।

 

রাজ্যে বর্তমানে ইলোগিট্রন, ফ্ল্যাফি, এন্টারটেইন, টকিং অনলাইন লার্নিং সলিউশন প্রাইভেট লিমিটেড এই ৪টি উদ্যোগকে পরিকাঠামোগত, ব্যবস্থাপনা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার জন্য যোগ্যতার শংসাপত্র দেওয়া হয়েছে। আরও ৫টি স্টার্ট আপ-কে সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। স্টার্ট আপ ইকো-সিস্টেমের সাথে প্রকৌশলিক প্রতিষ্ঠানগুলিকে জুড়ে দিতে রাজ্য সরকার ‘নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক’ চালু করেছে। এই প্রকল্পে রাজ্য সরকার পরিকাঠামোগত উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নের জন্য গ্র্যান্ট-ইন-এইড দেবে।

 

‘নিউ এজ ইনকিউবেশন নেটওয়ার্ক’ প্রকল্প বাস্তবায়নের জন্য ত্রিপুরা সরকারের তথ্য ও প্রযুক্তি দপ্তর এবং এনআইটি-আগরতলা, টিআইটি, টেকনো কলেজ অব ইঞ্জিনীয়ারিং এবং ইকফাই বিশ্ববিদ্যালয়ের সাথে মৌ স্বাক্ষরিত হয়েছে।

“ডেস্টিনেশন ত্রিপুরা-ইনভেস্টমেন্ট সামিট-২০২১’’-এর উপর প্রথম রোড শো অনুষ্ঠিত হয় গত ১২ নভেম্বর মুম্বাই-এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেন্ট্রাম হলে। রাজ্যে বিনিয়োগের সম্ভাবনাকে ক্ষতিয়ে দেখার জন্য আমন্ত্রণ জানাতে সচিব পি কে গোয়েলের নেতৃত্বে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে গত ১২ নভেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জে নামী শিল্পপতি ও বিনিয়োগকারীদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পলিসি এডভোক্যাসি রিসার্চ সেন্টারের সাথে যৌথ উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। তথ্য প্রযুক্তি অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?