স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ ডিসেম্বর|| রাজ্যে আইটি সেক্টর ক্রমশ বিকশিত হচ্ছে। এতে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। রাজ্যে আইটি সেক্টরের উন্নয়নে আরও ৫টি স্টার্ট আপ-কে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে ২০১৯ সালের ৩০ অক্টোবর রাজ্যের যুবকদের আইটি/আইটিইএস ক্ষেত্রে শিল্প স্থাপনে উৎসাহিত করতে রাজ্য সরকার ত্রিপুরা আইটি/আইটিইএস স্টার্ট আপ প্রকল্প চালু করেছে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনআইটি, টিআইটি, ইফাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ওয়েবিনারের আয়োজন করা হচ্ছে। স্থানীয় উদ্যোগী ও ন্যাসকমকেও এর সাথে যুক্ত করা হয়েছে।
রাজ্যে বর্তমানে ইলোগিট্রন, ফ্ল্যাফি, এন্টারটেইন, টকিং অনলাইন লার্নিং সলিউশন প্রাইভেট লিমিটেড এই ৪টি উদ্যোগকে পরিকাঠামোগত, ব্যবস্থাপনা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার জন্য যোগ্যতার শংসাপত্র দেওয়া হয়েছে। আরও ৫টি স্টার্ট আপ-কে সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। স্টার্ট আপ ইকো-সিস্টেমের সাথে প্রকৌশলিক প্রতিষ্ঠানগুলিকে জুড়ে দিতে রাজ্য সরকার ‘নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক’ চালু করেছে। এই প্রকল্পে রাজ্য সরকার পরিকাঠামোগত উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নের জন্য গ্র্যান্ট-ইন-এইড দেবে।
‘নিউ এজ ইনকিউবেশন নেটওয়ার্ক’ প্রকল্প বাস্তবায়নের জন্য ত্রিপুরা সরকারের তথ্য ও প্রযুক্তি দপ্তর এবং এনআইটি-আগরতলা, টিআইটি, টেকনো কলেজ অব ইঞ্জিনীয়ারিং এবং ইকফাই বিশ্ববিদ্যালয়ের সাথে মৌ স্বাক্ষরিত হয়েছে।
“ডেস্টিনেশন ত্রিপুরা-ইনভেস্টমেন্ট সামিট-২০২১’’-এর উপর প্রথম রোড শো অনুষ্ঠিত হয় গত ১২ নভেম্বর মুম্বাই-এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেন্ট্রাম হলে। রাজ্যে বিনিয়োগের সম্ভাবনাকে ক্ষতিয়ে দেখার জন্য আমন্ত্রণ জানাতে সচিব পি কে গোয়েলের নেতৃত্বে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে গত ১২ নভেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জে নামী শিল্পপতি ও বিনিয়োগকারীদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পলিসি এডভোক্যাসি রিসার্চ সেন্টারের সাথে যৌথ উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। তথ্য প্রযুক্তি অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।