অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। বিয়ের রেশ কাটতে না কাটতেই সালমান খানের সঙ্গে দিল্লি উড়ে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ।
এ দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক অনেক দিন আলোচনায় ছিল, পর্দায়ও একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। এবার তারা ‘টাইগার থ্রি’ ছবির শেষ পর্বের শুটিং সম্পন্ন করতে চলেছেন।
ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, এই পর্বের শুট হবে দিল্লিতেই। থাকবে ১৫ দিনের টানা শিডিউল। ইতিমধ্যেই দিল্লি শিডিউলের জন্য চলছে প্রস্তুতি।
সূত্রটির কথায়, ‘ক্যাটরিনা ও সালমান দুজনেই সুপারস্টার। তাই তাদের লুক যাতে ফাঁস না হয়ে যায়, ভিড় যাতে নিয়ন্ত্রণ করা হয় সে সবের দিকেও নজর দেওয়া হচ্ছে পুরোপুরি। ’
আরও জানাচ্ছে, ‘টাইগার থ্রি’ নাকি এ ফ্র্যাঞ্চাইজির আগের দুই ছবির থেকে বেশি ভয়ংকর। এ ছবির ভিলেন হচ্ছেন ইমরান হাশমী। আর বিশেষ চমক হিসেবে থাকছেন শাহরুখ খান।
এ দিকে শুধু ক্যাটরিনা নয়, তার স্বামী ভিকি কৌশলও বিয়ের দশ দিনের মধ্যেই কাজে ফিরেছেন। গত ৯ ডিসেম্বর রাজস্থানে বিয়ে করেন ভিক্যাট।
তাদের প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা এখনো অজানা। বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনো দিন, সম্পর্ক নিয়ে কিচ্ছু বলেননি।