অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর|| অক্টোবরের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সুদানের রাষ্ট্রপতি ভবনের বাইরে মিছিল করেছে কয়েক হাজার লোক। রবিবারের এই বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর কাঁদানে গ্যাস ও গুলিবর্ষণে আহত হয়েছে এক দল বিক্ষোভকারী।
সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভে কমপক্ষে ১২৩ জন লোক আহত হয়েছে।
মিছিলে যোগ দেওয়াদের একজন মিডল ইস্ট আই’কে বলেন, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবনের বাইরে অবস্থান নিয়েছিল।
তাদের সরিয়ে দেওয়ার আগে কিছু বিক্ষোভকারী ভবনে প্রবেশ করতে পেরেছিল।
বিক্ষোভে ২৫ অক্টোবর সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সেনাবাহিনী প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
তাদের একজন বলেন, ‘জনগণ বুরহানের পতন চায়। ’
রাজধানী খার্তুমে রাষ্ট্রপতি ভবনের রাস্তার পাশে বিক্ষোভ ছাড়াও রাস্তায় ইঁদুর-বিড়ালের মতো পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকটি দাঙ্গাও হয়েছে।