অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। সশস্ত্র সীমা বলের ৫৮ তম বার্ষিকী কুচকাওয়াজের অনুষ্ঠানে প্রধান অতিথির তালিকা থেকে বাদ পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি। দক্ষিণ দিল্লির ঘিটোর্নিতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সশস্ত্র সীমা বলের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে তাঁর নাম বাদ দেওয়া হল। তবে কেন বাদ দেওয়া হল সে সম্পর্কে কিছু জানা যায়নি।
লখিমপুর কাণ্ডে প্রধান অভিযুক্ত মন্ত্রীর ছেলে আশিস মিশ্র। এই অবস্থায় কুচওয়াজে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের উপস্থিতি সংসদে আরও উত্তেজনা বাড়াতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
জানা গেছে, লখিমপুর কাণ্ডে নিহত কৃষকদের মধ্যে একজনের ছেলে নচ্ছতার সিং এসএসবি-তে নিযুক্ত আছেন।
প্রসঙ্গত, লখিমপুর কাণ্ডে প্রধান অভিযুক্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র আশিস মিশ্র। সম্প্রতি লখিমপুর কাণ্ডে কৃষকদের মৃত্যুর ঘটনা ‘ পরিকল্পনা’ করেই এই গুলি চালানো হয়েছিল বলে তদন্তে জানায় সিট।
এর পর থেকেই লখিমপুর খেরির ঘটনা নিয়ে উত্তাল সংসদের দুই কক্ষ।এই ঘটনায় ইতিমধ্যেই অজয় মিশ্রের পুত্র আশিস মিশ্র সহ ১২ জনের বিরুদ্ধে খুনের মামলার ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়৷ অভিযোগ ওঠে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে৷ এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়৷ প্রথমে লখিমপুর কাণ্ডে মন্ত্রী পুত্রকে গ্রেফতার করেনি পুলিশ। এই নিয়ে শীর্ষ আদালতে ভর্ৎসনার মুখে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় আশিস মিশ্রকে।
জেরায় আশিস মিশ্র বার বার দাবি করেন ঘটনার দিন তিনি গাড়ি চালাচ্ছিলেন না। এমনকী কেন্দ্রীয় মন্ত্রী নিজেও দাবি করেছেন সেদিন তাঁর ছেলে গাড়ি চালাচ্ছিলেন না। চালকের আসনে অন্য কেউ ছিল। কংগ্রেস এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে দাবি করে। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস নেতারা।
কয়েকদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, এক সাংবাদিক অজয় মিশ্রের ছেলে নিয়ে তাকে প্রশ্ন করা মেজাজ হারান তিনি। সাংবাদিককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।