স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ ডিসেম্বর।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষার আজ ছিলো কেমেস্ট্রি/ পলিটিক্যাল সায়েন্স / সোসিওলোজি বিষয়ের পরীক্ষা। রাজ্যের মোট ৬২টি উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সবকয়টি পরীক্ষাকেন্দ্রের অবস্থা শান্তিপূর্ণ ছিলো।
আজকের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার জন্য কোনও পরীক্ষার্থীকে বহিষ্কার করার সংবাদ পাওয়া যায়নি। আজ নতুন সিলেবাসের উচ্চতর মাধ্যমিকের কেমিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স ও সোসিওলজি পরীক্ষায় ২৭,৬৭৮ জন পরীক্ষার্থী এনরোল্ড ছিলো।
তারমধ্যে ছাত্র ১৩, ৪২৮ জন ও ছাত্রী ১৪,২৫০ জন। সারা রাজ্যে পরীক্ষায় বসেছিলো ২৬,৭৪০ জন পরীক্ষার্থী। তারমধ্যে ছাত্র ১২,৩৯৬ জন ও ছাত্রী ১৩,৮০৪ জন। অনুপস্থিতির সংখ্যা ছাত্র ৪৯২ ও ছাত্রী ৪৪৬। ছাত্রছাত্রীর উপস্থিতির শতকরা হার ৯৬.৬১ শতাংশ।
আগামীকাল মাধ্যমিকে নতুন সিলেবাসে সোস্যাল সায়েন্স (হিস্ট্রি ও পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স ও জিওগ্রাফি) এবং মাদ্রাসা আলিম (নতুন সিলেবাস) পরীক্ষায় সোস্যাল সায়েন্স (হিস্ট্রি ও পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স ও জিওগ্রাফি) পরীক্ষা হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে।