অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। ইংলিশ প্রিমিয়ার লিগে আরো একটা দাপুটে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। সুবাদে টেবিলের শীর্ষস্থান আরো মজবুত হয়েছে পেপ গার্দিওলার দলের।
রবিবার নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে হারায় ম্যানসিটি। প্রতিপক্ষের মাঠে দারুণ এই জয়ে একটি করে গোল করেন রুবেন দিয়াস, জোয়াও কানসেলো, রিয়াদ মাহরেজ ও রাহিম স্টার্লিং।
লিগে এনিয়ে টানা ৮ ম্যাচ জিতল সিটি। আর ২০২১ সালে এটি তাদের ৩৪তম লিগ ম্যাচ জয়। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে এক ক্যালেন্ডার ইয়ারে কোনো দলের এটিই সর্বোচ্চ জয়।
এই জয়ে তৃতীয়বারের মতো ‘বড়দিনে’ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা নিশ্চিত হলো সিটির। ২০১১-১২ ও ২০১৭-১৮ মৌসুমে ‘বড়দিনে’ শীর্ষে ছিল সিটি। দুইবারই তারা শিরোপা জিতে নেয়।
১৮ ম্যাচে ১৪ জয় ও দুই ড্রয়ে সিটির পয়েন্ট ৪৪। একই দিন টটেনহ্যামের সঙ্গে ২-২ ড্র করা লিভারপুল সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ওলভসের বিপক্ষে গোলশূন্য ড্র করা চেলসি ৩৮ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।