অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন বামপন্থী প্রার্থী গ্যাব্রিয়েল বোরিক। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন তিনি।
সরকার বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে উত্থান বোরিকের। প্রায় ৯৯ শতাংশ ভোট কেন্দ্রের রিপোর্টে, ৫৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।
বোরিকের প্রতিদ্বন্দ্বী ডানপন্থী প্রার্থী হোসে আন্তনিও কাস্ট পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। ভোট গণনার শেষ হওয়ার দেড় ঘণ্টা পর পরাজয় স্বীকার করে নেন তিনি। সেই সঙ্গে প্রতিপক্ষ বোরিককে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনও জানান কাস্ট।
এদিকে, বিদায়ী প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা এক ভিডিও কনফারেন্স করেছেন বোরিকের সঙ্গে। এই রক্ষণশীল ধনকুবের তার বাকি তিন মাসের ক্ষমতায় থাকাকালীন পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন নতুন প্রেসিডেন্টকে।
৩৫ বছর বয়সী বোরিক হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে কমবয়সী রাজনৈতিক নেতা