অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। ধর্মীয় অবমাননার ঘটনায় পঞ্জাবে গণপিটুনিতে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই ইস্যুতেই এবার মন্তব্য করলেন পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু। একটি জনসভায় সিধু মন্তব্য করেন যারা ধর্মের অবমাননা করেন তাদের প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হোক । সিধুর এই মন্তব্যকে বিতর্কিত বলছেন রাজনীতিবিদদের একাংশ।
রবিবার মালেরকোটলার একটি জনসভায় সিধু বলেন ধর্মের অবমাননা করে অসংখ্য মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। এমন অপরাধীদের প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হোক। সিধু নিজের বক্তব্যে এমনও দাবি করেন মৌলবাদীরা পঞ্জাবের শান্তি ভঙ্গ করতে চাইছে। তবে এমনিতেই ধর্মীয় অবমাননার ঘটনায় উত্তপ্ত হয়ে আছে পঞ্জাব। এরপর এই হেন মন্তব্য আগুনে ঘি ঢালবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
নিবার পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে পবিত্র ধর্মগ্রন্থ অপবিত্র করার অপরাধে গণপিটুনিতে নিহত হয় এক ব্যক্তি।ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।এবার ঘটনাস্থল ছিল পঞ্জাবের কাপুরথালার নিজামপুর গ্রাম। অভিযোগ রবিবার একদম ভোরবেলা ওই গ্রামের স্থানীয় গুরুদুয়ারায় প্রবেশ করে এক ব্যক্তি। এরপর সে পবিত্র নিশান সাহিবের অবমাননা করে।
জানা যাচ্ছে লোকজনের ভিড় দেখে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এই সময় লোডশেডিং হয়ে যাওয়ার কারণে অন্ধকারের সুযোগে সে লুকিয়ে পড়ে। কিন্তু পরে স্থানীয় জনতা তাকে খুঁজে বের করে গণ পিটুনি দেয়।আশংজনক অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
শনিবার বিকেলে স্বর্ণমন্দিরে প্রার্থনা চলার সময় হটাৎ করেই এক ব্যক্তি রেলিং টপকে সংরক্ষিত এলাকায় প্রবেশ করে। সেখানে রাখা পবিত্র তলোয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং গ্রন্থসাহিবের অবমাননা করে বলে অভিযোগ। এরপর উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে ধরে শুরু করে গণ প্রহার। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গিয়েছে।