অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর|| অ্যাশেজের বাকি তিন টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে কোনো পরিবর্তন আনছে না অস্ট্রেলিয়ার জাতীয় দলের নির্বাচকেরা। এই তিন টেস্ট হবে মেলবোর্ন, সিডনি ও হোবার্টে।
ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে বক্সিং ডে টেস্টকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) পুনরায় স্কোয়াডে যোগ দেবেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার জশ হ্যাজলউড।
চোটের কারণে অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে নেই হ্যাজলউড।
আরেক পেসার কামিন্স খেলছেন না করোনা আক্রান্ত এক ব্যক্তির সান্নিধ্যে আসায়।
অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরুর আগের রাতে এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন অজি অধিনায়ক। সেখানেই করোনা আক্রান্ত এক ব্যক্তির সান্নিধ্যে আসায় ৭ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয় কামিন্সকে। তবে এই দুই পেসার মেলবোর্ন টেস্টের একাদশে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
কামিন্স না থাকায় অ্যাডিলেড টেস্টে অজিদের নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ। দিবারাত্রির টেস্টটিও জেতার পথে স্বাগতিকেরা। এর আগে ব্রিসবেনে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, উসমান খাজা, ক্যামরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, নাথান লায়ন, ঝাই রিচার্ডসন, মাইকেল নেসার, মিচেল সুয়েপসন।