অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর|| মালয়েশিয়ায় প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার কারণে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। দেশটির বার্তা সংস্থা বার্নামা’র বরাতে এমনটাই জানিয়েছে আল জাজিরা।
রবিবার বন্যার কবলে পড়া দেশটির সর্বশেষ রাজ্য হলো পেরেক। তার মধ্যে অন্য ছয় রাজ্যের পরিস্থিতি আরও খারাপের দিকে।
বন্যায় ইতোমধ্যে কমপক্ষে ২১ হাজার লোক বাস্তুচ্যুত হয়ে পড়েছে। পরিত্রাণের জন্য তাদের সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র।
শনিবার গভীর রাতে প্রধানমন্ত্রী ইসমাইল সাব্রি ইয়াকুব এক সংবাদ সম্মেলনে জানান, শুক্রবারের সকাল থেকে শুরু হওয়া এই ভারী বৃষ্টিপাত স্বাভাবিক অবস্থায় এক মাসের বৃষ্টিপাতের সমান।
বন্যা কবলিত অঞ্চলে দ্রুত সহযোগিতা পাঠানো এবং ভেঙে যাওয়া ঘরবাড়ি ও অবকাঠামো পুনর্নির্মাণে ১০০ মিলিয়ন রিঙ্গিত (২৩.৭ মিলিয়ন ডলার) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
উদ্ধারকর্মীরা যানবাহন এবং বাড়ির বাইরে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। প্রায় ৬৬ হাজারেরও বেশি কর্মী ও পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোক কাজ করছে বন্যাক্রান্তদের সহায়তায়।