United States: দুই দিনে প্রায় ৯০০ জনের বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন

অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। ছোট ছোট নৌকায় দুই দিনে প্রায় ৯০০ জনের বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ১৯টি নৌকায় করে ৫৫৯ জন এবং শুক্রবার ১০টি নৌকায় আরও ৩৫৯ জন ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

দুই দিন ধরে ফ্রান্স কর্তৃপক্ষ বিপজ্জনকভাবে সাগর পাড়ি দেওয়া থেকে ৫৬৪ জন অভিবাসীকে থামিয়েছে।

ছোট নৌকায় করে চলতি বছরে ২৭,৭০০ জনের বেশি লোক এই চ্যানেল পাড়ি দিয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ৮,৪০০।

পৃথিবী ব্যাপী দিনদিন বাড়ছে অভিবাসী সংকট। গত মাসে অবৈধভাবে সাগর পাড়ি দেওয়ার পথে ফ্রান্সের শহর ক্যালাইসের নিকট এক নৌকা ডুবিতে ২৭ জন প্রাণ হারায়। তাদের মধ্যে ছিল ১৭ পুরুষ ও ৭ নারী। এতে এক গর্ভবতী নারী ও তিন শিশুরও মৃত্যু হয় পানিতে ডুবে।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?