অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে বিপর্যস্ত যুক্তরাজ্য। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত রোগীর সংখ্যা ছিল বিশ্বে সর্বোচ্চ। অন্যদিকে একই সময়ে করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে রাশিয়ায়।
পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৯০ হাজারের বেশি রোগী শনাক্ত হন। একই সময় মারা যান ১২৫ জন।
এর আগে টানা তিন দিন সংক্রমণে একের পর এক নতুন রেকর্ড গড়েছিল যুক্তরাজ্য। দেশটিতে শুক্রবার ৯৩ হাজার ৪৫ জন নতুন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছে সরকার।
এর আগে দেশটিতে বৃহস্পতিবার ৮৮ হাজার ৩৭৬ জন নতুন রোগী শনাক্ত হয়। বুধবার আক্রান্ত হয়েছিল ৭৮ হাজার ৬১০ জন। আগের সর্বোচ্চ রেকর্ডটি ছিল গত ৮ জানুয়ারির, ৬৮ হাজার ৫৩ জন।
অন্যদিকে, রাশিয়ায় দৈনিক সংক্রমণ ৩০ হাজারের মধ্যে থাকলেও মৃত্যু রয়েছে হাজারের ওপরে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ হাজার ৭৬ জন।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৬২ হাজার রোগী শনাক্ত হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২৭ কোটি ৪৫ লাখ ২৪ হাজারে। একই সময়ে মারা গেছেন ৫ হাজার ৪১৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫৩ লাখ ৬৬ হাজার ৩৮২ জন।