Pineapple: জার্মানীর হামবার্গে যাচ্ছে ত্রিপুরার টিনজাত আনারস, রপ্তানির সূচনা করলেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ১৮ ডিসেম্বর।। গতানুগতিক ফলনের পাশাপাশি অর্থকরি ও অন্যান্য ফল বা ফসল উৎপাদনের সঙ্গে মূল্য যুক্ত হলে কৃষিক্ষেত্রে উপার্জন আরও বৃদ্ধি পায়। আনারস সহ অন্যান্য কৃষিজ পণ্য উদ্ভাবনী পন্থায় উৎপাদনের মাধ্যমে আত্মনির্ভরতার নয়া দিশা উন্মোচিত হয়েছে রাজ্যে। আজ কুমারঘাট থেকে জার্মানিতে টিনজাত আনারস রপ্তানির সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

আজ কুমারঘটি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট কমপ্লেক্স থেকে ৪০ মেট্রিক টন প্রক্রিয়াজাত আনারস জার্মানীর হামবার্গের উদ্দেশ্যে যাত্রা করে। সবুজ পতাকা নেড়ে দুটি কন্টেইনারের যাত্রা সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ। মুখ্যমন্ত্রী কুমারঘাট ইন্ডাষ্ট্রিয়াল এস্টেট এর বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং আনারস উৎপাদকদের সঙ্গে মতবিনিময় করেন।

নালকাটার রামী ডার্লং এর আনারস বাগানটি পরিদর্শন করেন তিনি। তার আগে পারিয়াছড়া বাজারে হরিনাম সংকীর্তন উৎসবে উপস্থিত হন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, জলপথকে কাজে লাগিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিক পণ্য পরিবহণের সুযোগ সম্প্রসারণ ও পরিবহণ খরচ লাঘবের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার।

পরিবহণ ব্যয় সংকোচিত করা গেলে উৎপাদকরা লাভের মুখ দেখবেন। রাজ্যের উৎপাদিত সামগ্রী প্রথমে সড়ক পথ তারপর জলপথে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানী করতে অনেকটা সময় এবং অর্থ ব্যয় হয়। সেই জন্য জলপথের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন জল বন্দরের সাথে যোগাযোগের সুযোগ তৈরীর লক্ষ্যে পরিকল্পনা রূপায়িত হচ্ছে।

সঠিক ব্যবস্থাপনার ফলে নায্যমূল্যের অনিশ্চয়তা ও নানাবিধ কারণে উৎসাহ হারিয়ে ফেলা উদ্যোগীরা বর্তমানে নয়া উদ্যমে আত্মনির্ভর হওয়ার জন্য চেষ্টা করছেন। সঠিক ব্যবস্থাপনার ফলে আনারস সহ অন্যান্য কৃষিজ উৎপাদিত পণ্যের চাহিদার পাশাপাশি বেড়েছে লাভের পরিমাণ। মুখ্যমন্ত্রী বলেন, স্বনির্ভর হওয়ার মানসিকতা স্বনির্ভর রাজ্য গঠনের পথকে সমৃণ করে। আত্মনির্ভরতার লক্ষ্যে উদ্ভাবনী ভাবনায় রোজগারের নয়া দিগন্ত উন্মোচিত হয়েছে রাজ্যে।

বিশেষ করে কৃষি ও প্রাথমিক ক্ষেত্রের উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, মহিলাদের সার্বিক বিকাশ ব্যাতিত রাজ্যের সর্বাঙ্গীণ বিকাশ সম্ভব নয়। মহিলা স্বশক্তিকরণ এবং ক্ষমতায়নের লক্ষ্যে গুচ্ছ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

এই লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে মহিলা স্ব-সহায়ক দলগুলি। উল্লেখযোগ্য ভাবে বেড়েছে স্ব-সহায়ক দলের সঙ্গে যুক্ত হওয়া মহিলাদের সংখ্যা। সহজ শর্তে ঋণ প্রদান সহ সুদের হার হ্রাস করার মাধ্যমে মহিলাদের উৎসাহ বাড়ানোর প্রয়াস নেওয়া হয়েছে। তার পাশাপাশি স্ব-সহায়ক দলগুলির উৎপাদিত পণ্য নায্যমূল্যের দোকানে বিপণনের সুযোগ করা হয়েছে।

অনলাইন আবেদন সহ প্রতি মাসের তৃতীয় শনিবার স্বনির্ভর ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন পরিষেবা প্রদান, সুযোগ সম্প্রসারণ ও প্রতিটি মহিলার রোজগার সুনিশ্চিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যার ফলশ্রুতিতে আত্মনির্ভর মহিলারা একদিকে যেমন রোজগারের দিশা খুঁজে পেয়েছেন, তেমনি বৃদ্ধিপাচ্ছে সামাজিক অংশীদায়িত্ব।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব পি কে গোয়েল বলেন, এক সময়ে রাজ্যে আনারস উৎপাদকরা সঠিক মূল্য পেতেন না। কিন্তু বর্তমানে সঠিক ব্যবস্থাপনার ফলে রাজ্যের বাইরেও এর কদর বাড়ছে। এর ফলে একদিকে উৎপাদকরা যেমন উৎসাহিত হচ্ছেন তেমনি লাভের মুখও দেখছেন তারা।

আগামী দিনে এই ক্ষেত্রের বিকাশ এবং বিভিন্ন সুযোগ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস, বিধায়ক শুধাংশু দাস, বিধায়ক শম্ভুলাল চাকমা, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও অন্যান্য অতিথিগণ।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?