Lovers: ব্যর্থ প্রেমের জ্বালায় প্রেয়সীকে ভিডিও কল করে শ্বাসনালী কাটল প্রেমিক

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৮ ডিসেম্বর।। পান্ডবপুর SRBI ইট ভাটার মধ্যে ঝাড়খন্ড থেকে ছোটো ওরাং নামে এক যুবক শ্রমিক হিসেবে কাজ করতে আসে। গত আড়াই থেকে তিন বছর যাবত সেই যুবক সেখানে শ্রমিকের কাজ করে আসছে। জানা যায় সেই যুবক ঝাড়খণ্ডের একটি মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক হয়।

গত কয়েকদিন যাবত দুইজনের মধ্যে সম্পর্কের মধ্যে ছেদ পড়ে যাই। জানা যায় ঝাড়খণ্ডের ওই মেয়েটির সাথে অন্য এক যুবক ভালোবাসার চাদরে আবদ্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে সেই যুবক ছোট উৱাং এৱ মোবাইলে তার প্রেমিকা সহ সেই যুবকের একসাথে ছবি তুলে সে ছবি পাঠায়।

আর তা দেখে মাথা ঠিক রাখতে পারেনি 22 বছরের যুবক ছোটো ওৱাং পান্ডবপুর ইটভাটা ছোট্ট একটি ঘরে এক হাতে মোবাইল নিয়ে তার ভালোবাসার সেই মেয়েটির সাথে ভিডিও কলে কথা বলে আর অন্য একটি হাতে ব্লেড নিয়ে তার শ্বাস নালী কেটে দেয়।

তাতেও ক্ষান্ত থাকেনি সেই ব্যর্থ প্রেমিক তার শ্বাসনালীর পুরো অংশ কেটে দিয়ে নিজ ঘরের মধ্যে পড়ে থাকে ।পরবর্তী সময়ে অন্য শ্রমিকরা টের পেয়ে তার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়।

বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। যত টুকু খবর তার শ্বাস নালীর পুৱো অংশ কেটে যায়। অন্যদিকে গত কয়েকদিন যাবত সেই যুবক অন্যমনস্ক হওয়াৱ ধরুন কাজে তার মন বসছে না ।

যার পরিপ্রেক্ষিতে ইনভাটার মালিকের পক্ষ থেকেও তাকে প্রচন্ড চাপ দেওয়া হয় কাজের জন্য। যার ফলে সেই যুবক কোন কিছু সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা চালায়।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?