অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। অতিরিক্ত সময়ে দুই গোল করে প্রতিবেশী তিউনিসিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে ফিফা আরব কাপের শিরোপা জিতেছে আলজেরিয়া।
শনিবার কাতারের আল-বায়েত স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচটির শেষ মুহূর্তের গোল দুটি করেন বদলি হিসেবে মাঠে নামা আমর সৈয়দ ও ইয়াসিন ব্রাহিমি।
ফিফা আরব কাপের ১০ম আসরের ফাইনালে তিউনিসিয়ার মুখোমুখি হয় ২০১৯ সালের আফ্রিকা নেশনসের শিরোপাজয়ী আলজেরিয়া। নির্ধারিত সময় পর্যন্ত গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
৯৯তম মিনিটে তিউনিসিয়ার গোলরক্ষক মোয়েজ হাসানকে পরাস্ত করে তৎক্ষণাৎ আলজেরিয়ার জাতীয় বীরে পরিণত হন সৈয়দ। এই আসরের প্রথম ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। আর দ্বিতীয় ম্যাচ খেললেন ফাইনালের মঞ্চে।
এরপর রেফারির শেষ বাঁশি বাজার একটু আগে তিউনিসিয়ার জালে দ্বিতীয় বলটি পাঠান ব্রাহিমি। সেই সঙ্গে মরুর নতুন রাজার মুকুট পরার আনন্দে মেতে ওঠেন আলজেরিয়ানরা।
দুই দেশই মাঠে নেমেছিল ইউরোপিয়ান ভিত্তিক খেলোয়াড়দের ছাড়া। ১৮ দিনের এই টুর্নামেন্টের ফাইনাল উপভোগের জন্য মাঠে উপস্থিত ছিল প্রায় ৬০,৫০০ দর্শক।