অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। বিখ্যাত স্থাপত্যকর্ম মিলেনিয়াম ডোমের স্থপতি রিচার্ড রজার্স আর নেই। ৮৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ‘শান্তিতে পরপারে পাড়ি জমান’ রজার্স।
প্যারিসের পম্পিডো এবং লন্ডনে লয়েডস বিল্ডিংয়ের মৌলিক ডিজাইন বা নকশা করে খ্যাতি পান এই ইতালিয়ান-ব্রিটিশ স্থপতি।
‘লর্ড’ রজার্সকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে সফল ও প্রভাবশালী স্থপতিদের একজন হিসেবে। তার ঝুড়িতে রয়েছে অনেক প্রধান পুরস্কার। ১৯৯১ সালে নাইট উপাধি পান তিনি।
১৯৩৩ সালে ফ্লোরেন্সে এক অ্যাংলো-ইতালিয়ান পরিবারে জন্ম রজার্সের। ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর হওয়ার আগে তিনি লন্ডনে আর্কিটেকচারাল অ্যাসোসিয়েশন স্কুল অব আর্কিটেকচার থেকে প্রশিক্ষণ নেন।
১৯৭০ থেকে ১৯৮০-এর দিকে প্যারিসের পম্পিডো এবং লন্ডনে লয়েডস বিল্ডিংয়ের বাইরে লিফট ও শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা এনে বিশ্বব্যাপী পরিচিতি পান রজার্স।
তার অন্যান্য সৃষ্টির মধ্যে রয়েছে স্ত্রাসবার্গে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস, কার্ডিফের ওয়েলস অ্যাসেম্বলি, হিথ্রো বিমানবন্দরের টার্মিনাল ৫ ও টার্মিনাল ৪, মাদ্রিদের রারাজাস বিমানবন্দর।
এছাড়া রজার্স নিউইয়র্কে তিনটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সন্ত্রাসী হামলায় ধ্বংস হয়ে যাওয়া টুইন টাওয়ারের পাশে ৮০ তলা বিশিষ্ট স্কাইস্ক্রাপার নির্মাণ করেছেন তিনি।