অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। পুরোনো প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের বিপক্ষে সরাসরি সেটে জিতেছেন অ্যান্ডি মারে। দাপুটে এই জয়ে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছেন ব্রিটিশ তারকা।
দীর্ঘদিন পর পায়ের চোট কাটিয়ে কোর্টে ফিরেছিলেন নাদাল। কিন্তু ৩৫ বছর বয়সী তারকার ‘কামব্যাক’ রাঙাতে দিলেন না মারে।
আবুধাবিতে সেমিফাইনালে ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদালকে ৬-৩ ও ৭-৫ গেমে হারিয়েছেন ৩৪ বছর বয়সী তারকা।
ফাইনালে পঞ্চম বাছাই রাশিয়ান তারকা আন্দ্রে রুবলেভের মুখোমুখি হবেন মারে। নাদালকে হারানোর পর ব্রিটিশ তারকা বলেন, ‘অনেক বছর ধরে আমি এবং রাফা অনেক কঠিন ম্যাচ খেলেছি। আমাদের দুজনকেই চোটের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং পুনরায় কোর্টে পাওয়ার সুযোগটা অসাধারণ। ’
অন্যদিকে হারলেও ইতিবাচক নাদাল, ‘আমার জন্য, এটা কামব্যাক। আমার জন্য এটা খারাপ ম্যাচ নয়। দীর্ঘদিন পর পেশাদারি কোর্টে ফিরলাম। আমি ইতিবাচক আছি। ’
২০১৬ সালে মাদ্রিদ মাস্টার্সের পর এই প্রথম কোর্টে মুখোমুখি হলেন তিনবারের গ্ল্যান্ড স্ল্যামজয়ী মারে ও স্প্যানিশ তারকা নাদাল।