অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। যুক্তরাজ্যের গবেষকেরা জানিয়েছেন, করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে ৮৫ শতাংশ সুরক্ষা দিতে পারে টিকার বুস্টার ডোজ।তবে করোনার অন্যান্য ধরনের বিরুদ্ধে বুস্টার ডোজ যতটা কার্যকর সুরক্ষা দেয়, ওমিক্রনের বিরুদ্ধে তার চেয়ে কিছুটা কম সুরক্ষা দিতে পারে।
গবেষকেরা জানান, বুস্টার ডোজ নেওয়া থাকলে ওমিক্রনে সংক্রমিত হলেও গুরুতর অসুস্থতা বা হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমে যায়।
যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজ লন্ডনের একটি দল ওমিক্রন নিয়ে পাওয়া সীমিত তথ্যের ওপর ভিত্তি করে এ গবেষণা চালিয়েছে।
তারা বলছেন, দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা না গেলে বিশ্বে অনিশ্চয়তা বাড়বে।
ইউরোপের মধ্যে যুক্তরাজ্যে করোনা বাড়বাড়ন্ত অবস্থায় রয়েছে। শুক্রবারও শনাক্ত হয়েছে ৯৩ হাজারের বেশি রোগী। এ ছাড়া এরই মধ্যে ১৪ হাজার ৯০৯ জনের ওমিক্রন শনাক্ত হলো।
যুক্তরাজ্যে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ৮ লাখ ৬১ হাজার ৩০৬ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
এ দিকে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার ঢাকার একটি কেন্দ্রে পরীক্ষামূলক টিকাদানের মাধ্যমে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি শুরু হবে এবং পরে এর আওতা ধীরে ধীরে বাড়ানো হবে।
এদিক আনুষ্ঠানিক সূচনা করে বুস্টার ডোজ বিষয়ক কর্মপরিকল্পনা তুলে ধরবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।