অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। বাবা-মাকে এক সময় যে বাড়ি দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা, তা নিলামে উঠতে যাচ্ছে। প্রাথমিক দাম রাখা হয়েছে ৯ লাখ ডলার।
আয়োজকেরা আশা করছেন, রবিবার বুয়েনস আইরেসের ভিলা ডেভোতো কেনার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে লোকজন অনলাইন নিলামে ঝাঁপিয়ে পড়বেন।
শুধু ওই বাড়ি নয়, ম্যারাডোনার ব্যবহৃত কিছু দামি গাড়িও তোলা হবে অনলাইন নিলামে।
যার মধ্যে রয়েছে বিএমডব্লিউ ৭৫০। যে গাড়িতে চেপে একবার সরাসরি মাঠে ঢুকেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।
১৯৮৬ বিশ্বকাপের নায়কের ব্যবহার করা এক-একটা গাড়ির দাম শুরু আড়াই লাখ ডলার থেকে। একই সঙ্গে প্রয়াত এই কিংবদন্তির টুপি, জুতা, বন্ধু ফিদেল কাস্ত্রোর সঙ্গে ছবি, টি-শার্ট, সই করা গিটার এবং এক বাক্স সিগারও পাওয়া যাবে নিলামে।
সব মিলিয়ে প্রায় ৮৭টা জিনিসের বিপুল সম্ভার নিয়ে হাজির হচ্ছেন নিলাম আয়োজকেরা। এই নিলামের নাম দেওয়া হয়েছে- ‘টেন অকশন’।
নিলাম হাউসের শীর্ষ কর্তা আদ্রিয়ান মার্কাদো বলেছেন, ‘ম্যারাডোনার স্মৃতি বিজড়িত অসংখ্য জিনিস তোলা হচ্ছে নিলামে। আমাদের বিশ্বাস, সারা বিশ্বে ডিয়েগোর সমর্থক ছড়িয়ে রয়েছে, তারা এই নিলামে ঝাঁপিয়ে পড়বেন। সেই সংখ্যাটা ১০ থেকে ২০ হাজারও হতে পারে।
কোনো ফুটবলারকে নিয়ে এই রকম নিলাম এর আগে হয়নি। ’
কিন্তু কেন হঠাৎ ম্যারাডোনার ব্যবহার করা জিনিস নিলামে তোলা হচ্ছে? এই আর্জেন্টাইনের পাঁচ বৈধ সন্তান মিলে এই সব জিনিসপত্র নিলামে তোলার ব্যাপারে সম্মত হয়েছেন। তাদের খরচ চালানোর জন্য। যদিও এই নিলাম বৈধ কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।