অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। একের পর এক ক্ষেপণাস্ত্রে শান দিচ্ছে ভারত। শনিবার বেলা ১১টা নাগাদ ওড়িশার বালাসোরের এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে অগ্নি-প্রাইম মিসাইলের সফল উৎক্ষেপণ হল। শনিবার বালাসোরে ওড়িশার উপকূলে অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে ভারত। সরকারি কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন।
অগ্নি-পি অগ্নি শ্রেণীর ক্ষেপণাস্ত্রের একটি নতুন প্রজন্মের উন্নত রূপ। এটি এক থেকে দুই হাজার কিলোমিটারের মধ্য পাল্লার ক্ষমতা সম্পন্ন একটি দ্বি-পর্যায়ের ক্যানিস্টারাইজড ক্ষেপণাস্ত্র। এটি ছিল অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় পরীক্ষা। বালাসোরের এপিজে আবদুল কালাম দ্বীপে সকাল ১১টায় এই পরীক্ষাটি করা হয়।
অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম। তার পাল্লা ১ হাজার থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল, এক সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে ধ্বংস করতে সক্ষম। এর আগে ওড়িশার চাঁদিপুর থেকে আর একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ভারত। তার নাম ‘পিনাক’। একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার থেকে বিভিন্ন পাল্লার ২৫ টি পিনাক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।
অগ্নি-প্রাইম অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমকেও ধোকা দিতে সক্ষম। এ ছাড়া ১৫ হাজার কেজি পরমাণু অস্ত্র বহনেও সক্ষম। এর গতি শব্দের চেয়ে ২৪ গুণ বেশি।অগ্নি প্রাইম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির ওজন অগ্নি ৩-এর থেকে ৫০ শতাংশ কম এবং এটি রেল ও সড়ক থেকে উৎক্ষেপণ করা যায় এবং দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যায় এবং অপারেশনাল প্রয়োজনীয়তা অনুসারে গোটা দেশের যেকোনও স্থানে নিয়ে যাওয়া যায়।
New generation ballistic missile ‘Agni P’ successfully test-fired by DRDO from Dr APJ Abdul Kalam Island. #AmritMahotsav #IconicWeek https://t.co/7ex3kBczCL pic.twitter.com/FI8yC4Z1K6
— DRDO (@DRDO_India) December 18, 2021
এর আগে ওড়িশার চাঁদিপুর থেকে আর একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ভারত। তার নাম ‘পিনাক’। একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার থেকে বিভিন্ন পাল্লার ২৫ টি পিনাক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।