অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। আরো একবার আগুন জ্বালাতে এসে গেলে ঋতুপর্ণা সেনগুপ্ত। একেবারে অন্যরকম রূপে সকলের চোখ ধাঁধাতে নিজের একটি নতুন ছবি পোস্ট করলেন তিনি। ক্যাপশন এলিয়েন বি মাই মুন সাইন। না সকলে সানসাইন হতে চায়, কিন্তু এক্ষেত্রে তিনি চাঁদের আলোকেই বেছে নিতে পছন্দ করেছেন বেশি।
অর্থাৎ সূর্যের আলো থেকে চাঁদের স্নিগ্ধতাকেই বেশি পছন্দ করেন অভিনেত্রী। এই ছবিটি তোলার জন্য নিজের একটি ডার্ক ড্রেস পছন্দ করেছেন তিনি। পায়ে রয়েছে কালো রংয়ের বুট জুতো। পড়ে রয়েছে সবুজ রঙের একটি পোশাক। মুখে হালকা হাসি।
ইতিমধ্যেই প্রায় কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এই ছবিটি। ছবিতে নিজেদের মতো করে কমেন্ট করেছেন সাধারণ মানুষ। অভিনেত্রীকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন তারা।
এমন ছবি আরো বারবার দেখার জন্য অনুরোধ করা হয়েছে অভিনেত্রীর কাছে। আজও সাধারণ মানুষের মনে যে একইভাবে রাজত্ব করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তা বলাই বাহুল্য।