অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর|| সাবেক ভারতীয় ব্যাটার সুনীল গাভাস্কার মনে করছেন, ভারতের সাদা বলের ক্রিকেটের নেতৃত্বের পরিবর্তন টেস্ট অধিনায়ক বিরাট কোহলিকে নিশ্চিন্ত মনে খেলতে সাহায্য করবে।
গত দুই বছরের বেশি সময় সেঞ্চুরির দেখা পাননি ৩৩ বছর বয়সী ডানহাতি ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানদের তালিকায় শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংয়ের পরে কোহলির অবস্থান।
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সীমিত ওভারের এই ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তিনি।
সম্প্রতি ওয়ানডে নেতৃত্বও হারিয়েছেন কোহলি। এই মাসের শুরুতে ভারতের ৫০ ওভারের ক্রিকেটের নতুন অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে দায়িত্ব দিয়েছে বিসিসিআই। গত মাসে টি-টোয়েন্টির নেতৃত্বও উঠে তার কাঁধে।
সীমিত ওভারের ক্রিকেট থেকে কোহলির নেতৃত্ব হারানোর ইস্যুতে গরম হাওয়া বইছে ভারতের ক্রিকেটাঙ্গনে। অনেকে তাকে অধিনায়কত্ব থেকে সরানোর বিষয়টি ভালোভাবে নেয়নি।
তবে গাভাস্কার মনে করছেন, এতে ভালোই হয়েছে কোহলির। সাদা বলের নেতৃত্ব যাওয়ায় বর্তমান ক্রিকেটের এই সেরা ব্যাটার তার ‘ম্যাজিক টাচ’ উদ্ধার করতে পারবেন মনে করছেন সাবেক এই কিংবদন্তি তারকা।
গাভাস্কার বলেন, ‘গত দুই বছর আগে আমরা বিরাটের ফর্ম দেখেছি। সেঞ্চুরির পর সেঞ্চুরি করেছে সে।
৭২ বছর বয়সী সাবেক এই ব্যাটার মনে করেন, টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক হিসেবে ভালো করবেন রোহিত। অধিনায়ক হিসেবে মুম্বাই ইন্ডিয়ানসের সাফল্য জাতীয় দলেও নিয়ে আসতে পারবেন বলে ভাবছেন গাভাস্কার।