স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ ডিসেম্বর।।
আগামী ১৯ এবং ২০ ডিসেম্বর এডিসির ক্রীড়া ও যুব দপ্তরের উদ্যোগে দুইদিন ব্যাপী ইন্ডিজেনাস তিপরাসা ২০২১ উৎসব পালন করা হবে।
আজ যুব দপ্তর থেকে এসংবাদ জানানো হয়েছে। প্রথম দিন সকাল ১০ টায় সেমিনার অনুষ্ঠিত হবে লাইব্রেরী সভাকক্ষে। দুপুর ২টায় খুমুলুঙ মোটরস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হবে যুক্ত অ্যান্টিন্ডেল।
বিকেল জাতি যুব উৎসব হবে স্টেডিয়াম। সন্ধ্যা ৫ টায় বিশীষ্ট সঙ্গীত শিল্পী লাকি আলী নাইট আরম্ভ হবে। দ্বিতীয় দিন ১০ টায় ককবরক লাইব্রেরীর সভাকক্ষে সেমিনার এবং দুপুর ১২ টায় জনজাতিদের খেলাধুলার আসর বসবে খুম্পুই একাডেমীর মিলনায়তনে।
বিকেলে জনজাতি শিল্পীদের অনুষ্ঠান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিকে সঙ্গীত শিল্পী লাকি আলী শনিবার আগরতলায় এসেছেন।