অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর|| করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণে নতুন রেকর্ড গড়েছে যুক্তরাজ্য। দেশটিতে বৃহস্পতিবার ৮৮ হাজার ৩৭৬ জন নতুন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছে সরকার।
এ নিয়ে দেশটিতে পরপর দ্বিতীয় দিন কভিড-১৯ রোগে আক্রান্তের রেকর্ড সৃষ্টি হলো। খবর এএফপি’র।
এদিকে দেশব্যাপী আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওমিক্রন ভ্যারিয়েন্ট দেশব্যাপী ব্যাপক উদ্বেগ সৃষ্টি করছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ মহামারী চলাকালে যুক্তরাজ্যে সংক্রমণের মোট সংখ্যা বেড়ে প্রায় এক কোটি ১১ লাখে দাঁড়িয়েছে।
দেশটিতে করোনাভাইরাসে আরও ১৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে প্রায় এক লাখ ৪৭ হাজারে দাঁড়ালো।
ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস উইটি বৃহস্পতিবার বলেছেন, কভিড রোগী বেড়ে গিয়ে স্বাস্থ্যসেবার ওপর চাপ বাড়ছে।
উপরন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন খুবই দ্রুত ছড়িয়ে পড়ার কারণে হাসপাতালে রোগী ভর্তি আরও বেড়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
তবে এমন পরিস্থিতির মধ্যেও যুক্তরাজ্যে লকডাউন জারি করা হবে না বলে এদিন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।