অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর|| করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রকেট গতিতে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। তবে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে লেগে যাচ্ছে দুই থেকে তিন দিন। জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এই ভ্যারিয়েন্টের হদিশ মিলছে। নির্দিষ্ট কোনও উপসর্গও প্রাথমিক ভাবে জানতে পারেননি গবেষকরা।
তবে এবার নির্দিষ্ট একটি লক্ষণের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা, যেটাকে ওমিক্রনের প্রধান ‘চিহ্ন’ বলে ধরা যেতে পারে।
সমীক্ষার মাধ্যমে দেখা গিয়েছে, সকল ওমিক্রন আক্রান্তেরই গলা খুশখুশ করছে। দক্ষিণ আফ্রিকা ভিত্তিক ডিসকভারি হেলথের প্রধান নির্বাহী রায়ান নোয়াক সম্প্রতি এক ব্রিফিংয়ে বলেছিলেন যে, ডাক্তাররা করোনা আক্রান্তদের মধ্যে লক্ষণগুলো পরীক্ষা করে দেখেছেন এবং ওমিক্রন আক্রান্তদের লক্ষণ বাকিদের থেকে কিছুটা আলাদা।
এখনও পর্যন্ত কোনও ওমিক্রন আক্রান্তের ক্ষেত্রেই রোগের লক্ষণ জটিল নয়। এখনও পর্যন্ত শুধুমাত্র ব্রিটেনে এক ওমিক্রন আক্রান্তের মৃত্যুর খবর মিলেছে। গলা খুশখুশ ছাড়া কাশি, হালকা জ্বর, ক্লান্তি- এসবই হল ওমিক্রনের প্রাথমিক লক্ষণ। তবে সবার শরীরে যে সব লক্ষণ দেখা দেবে, এমনটা নয়। তবে রায়ান নোয়াক সতর্ক করে দেন, উপসর্গ গুরুতর নয় বলে ওমিক্রনকে হাল্কা ভাবে নেওয়া উচিত নয়।
ইতিমধ্যেই বিশ্বের ৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন।
বিশেষজ্ঞদের মতে, ওমিক্রন ডেল্টার তুলনায় কম মারাত্মক। পাশাপাশি ওমিক্রনের ওপর টিকার কার্যকারিতা কম। তবে গবেষণায় স্পষ্টতই উঠে এসেছে যে ওমিক্রন ডেল্টার থেকে বেশি সংক্রামক হতে চলেছে এবং অনেক বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ওমিক্রন কারো দেহে প্রবেশ করার পর ডেল্টার চেয়ে ৭০ গুন বেশি দ্রুত গতিতে বংশবিস্তার করে।